এক নজরে মাঘান ইউনিয়ন
ভূমিকাঃনেত্রকোণা জেলার মদন উপজেলাধীন ৫নং মাঘান ইউনিয়নটি প্রত্যন্ত হাওড় অঞ্চল দুর্গম এলাকায় অবস্থিত। এ অঞ্চলের মানুষ ধান চাষ ও মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে।
ক) নাম–৫নং মাঘান ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন–২৮.৮৩(বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ১৩৭৫৪ জন(প্রায়) (২০১১সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ১৪ টি।
ঙ) মৌজার সংখ্যা–১৪টি।
চ) হাট/বাজার সংখ্যা-০২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম–বর্ষা মৌসুমে নৌকা এবং হেমন্তকালে মোটর ও রিক্সা।
জ) শিক্ষারহার–২৩.৪০%।(২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৪ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪ টি,
উচ্চ বিদ্যালয়ঃ০২টি,
মাদ্রাসা- নাই।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– জনাব মোঃ হাবিবুর রহমান (হবু)
ঞ) গুরুত্বর্পূণধর্মীয়স্থান-৩০টি।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান–........./ নাই।
ঠ) ইউপিভবনস্থাপনকাল–১৭/০৩/২০০৫.ইং।
ড) নবগঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ২৭/০৭/২০১১ইং
২) প্রথম সভার তারিখ–২৮/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ–২৬/০৭/২০১৬ইং
ঢ) ঢ) গ্রাম সমূহের নাম ঃ
জঙ্গল ডেমারগাতী | ডেমারগাতী | নয়াহাটী |
মাঘান | রাণীহালা | নয়াপাড়া |
পদারকোণা | রুহিলী | রামদাসখিলা |
ঘাটুয়া | কাতলা | ত্রিপন |
মান্দারুয়া | চত্রমপুর |
|
ণ) ইউনিয়ন পরিষদ জনবল ঃ
১) নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব- ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ- ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস